কলেজছাত্রীকে উত্যক্ত করায় দুই যুবককে জরিমানা


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৯ মার্চ ২০১৫

কুয়াকাটায় কলেজছাত্রীকে উত্যক্ত করায় হেলাল (২৫) ও শহিদুল (২৪) নামের দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন এদের প্রত্যেককে দশ হাজার টাকা  জরিমানা আদায় করে ছেড়ে দেয়।

হেলাল কলাপাড়া উপজেলার মহিপুরের কমরপুর গ্রামের নুরছাইদ জোমাদ্দারের ছেলে এবং শহীদুল একই গ্রামের ইউনুছ সরদারের ছেলে।

মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে কলেজে আসা-যাওয়ার পথে হেলাল ও শহীদুল ওই ছাত্রীকে উত্যক্ত করত। পরে সে ওই কলেজ পরিবর্তন করে বাড়ি থেকে ১৭ কি.মি. দূরে অবস্থিত কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ভর্তি হয়। এ কলেজে আসা-যাওয়ার পথেও দুই যুবক তাকে উত্যক্ত করা শুরু করে। পরে ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ  সকালে হেলাল ও শহীদুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, এর আগে হেলালের ভাই কুদ্দুস অপর একটি মেয়ের ছবি অশ্লীলভাবে বিকৃত করার দায়ে জেল খেটেছে।

পিআর/এসএইচএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।