গুইমারা উপজেলায় নির্বাচন ৬ মার্চ


প্রকাশিত: ০৪:১৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

পার্বত্য খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা নির্বাচনের দিনক্ষণ ঠিক করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বি. এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) ফারহাদ আহম্মদ খাঁন স্বাক্ষরিত তফসিল অনুযায়ী নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ মার্চ।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাছাই-বাছাই ১০ ফেব্রুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি।

কিছুটা বিলম্বে হলেও নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গুইমারা সদর ইউয়িন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এ তফসিল ঘোষণার মধ্য দিয়ে জনগণের নেতৃত্ব নির্বাচনের পথ সুগম হয়েছে বলেও মনে করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ির সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গার গুইমারা ইউনিয়নকে নিয়ে ‘গুইমারা উপজেলা’ ঘোষণা করা হয়।

২১০ বর্গ কি.মি. আয়তনের গুইমারা উপজেলার মোট জনসংখ্যা আনুমানিক ৫৫ হাজার। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭শ ৮৫ জন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।