রাজশাহী পুষ্প মেলা শুরু শুক্রবার
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজশাহী পুষ্প মেলা। বরাবরের মতো এবারও নগরীর সিঅ্যান্ডবি মনিবাজার চত্বরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এ মেলা।
এরই মধ্যে ‘ওয়ান ব্যাংক পুষ্প মেলা’ আয়োজনের সব প্রস্তুতি সেরে ফেলেছেন আয়োজকরা। বুধবার নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, আয়োজক প্রতিষ্ঠান বৈকালী সংঘের সভাপতি এওয়াইএম মনিরুজ্জামান, ওয়ান ব্যাংকের সিনিয়র এসিভিবি ও রাজশাহী শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইসউদ্দীন আহমেদ বাবু এবং মেলার আহবায়ক শরীফুল আবেদীন শিমুল।
আয়োজকরা জানান, ১৯৮৫ সাল থেকে প্রতি বছরই এ অনুষ্ঠিত হচ্ছে। সকলের কাছে এ আয়োজন প্রাণবন্দ করে তুলতে পুষ্প প্রদর্শনী ছাড়াও থাকছে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
আগামী শুক্রবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলায় এবার ১৪টি স্টল থাকছে। এ আয়োজনে সামিল হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
ফেরদৌস সিদ্দিকী/এএম/আরআইপি