চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:২৪ এএম, ৩১ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. হারুন নামে পলাতক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হারুন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বিঞ্চুপুর গ্রামের মৃত জহর আলীর ছেলে।

মহানগর দায়রা জজ আদলতের পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল খেজুরতলা এলাকায় শামসু কলোনিতে হারুনের ভাড়া বাসা থেকে হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানের সময় পালিয়ে যাওয়া হারুন গত ৮ বছরেও গ্রেফতার হয়নি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক আবুল কালাম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৯ সালের ৩০ অক্টোবর অভিযোগপত্র দাখিলের দুই বছর পর ২০১১ সালের ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষকে সাতজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করতে হয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।