ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন স্বামী হানিফ (৫৫) ও তার স্ত্রী চানবানু (৪৫)। শুক্রবার ভোরে বৃষ্টির সময় বজ্রপাত হলে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার ভান্ডারা গুচ্ছ গ্রামে।
এলাকাবাসী জানায়, ভোরে বৃষ্টি শুরু হলে স্বামী-স্ত্রী উঠানে থাকা শুকনা খড়কুটো ঘরের বারান্দায় উঠাতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচএ/পিআর