সাভারে সরকারি কর্মকর্তার হাতে স্ত্রী খুন
সাভারে এক সরকারি কর্মকর্তার হাতে নির্মমভাবে খুন হয়েছেন তার স্ত্রী। শুক্রবার ভোর রাতে সাভারের বাজার রোড এলাকার রাসেল চৌধুরীর ভাড়া বাড়িতে এ খুনের ঘটনা ঘটে।
নিহতের নাম বৃষ্টি রানী (৩০)। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রতিবেশীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে সাভার আয়কর অফিসের কর্মকর্তা মঙ্গল চন্দ্র দাসের সাথে তার স্ত্রী বৃষ্টি রানীর প্রচণ্ড ঝগড়া হয়। পরে ভোর রাতে স্ত্রী বৃষ্টি রানীকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজা বন্ধ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। বিষয়টি প্রতিবেশীদের সন্দেহ হলে মঙ্গল চন্দ্র দাসকে আটক করে তারা।
পরে ঘরের দরজা খুলে নিহত বৃষ্টির মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে নিহতের বড় ভাই।
এমজেড/এআরএস/এমএস