মামলার সাক্ষী হওয়ায় ঘর ছাড়া
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং এলাকায় মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি স্থানীয় একটি মামলার সাক্ষী হওয়ায় আসামীদের হুমকিতে এখন ঘর ছাড়া।
অপর দিকে মামলার সাক্ষীকে হয়রানি করার জন্য আসামীপক্ষ নারী ও শিশু নির্যাতনের একটি মামলা করেছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলা ভেলাজান নদীপাড়া এলাকার মর্জিনা বেগমকে অশ্লীলনতার অভিযোগে তিনি নিজে বাদী হয়ে ওই এলাকার আবুল কালাম, আলম, মিন্টু, সুবহানসহ ৬ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৩ নং সাক্ষীর নাম দেওয়া হয় মোজাম্মেল হোসেনকে।
মামলার সাক্ষী হওয়ার পর থেকে আসামী পক্ষ মোজাম্মেল হোসেনসহ তার পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছে। সম্প্রতি সাক্ষীকে হয়রানি করার জন্য আসামী আবুল কালাম আজাদের স্ত্রী শেফালি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনের একটি মিথ্যা মামলা করেছেন আদালতে। এমন মামলার ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মোজাম্মেল হোসেন।
এলাকাবাসী সাদেকুল জানান, আসামীরা এলাকায় নানা রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত। আবুল কালাম আজাদ গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার হত্যা মামলার অন্যতম আসামী। মোজাম্মেল হোসেনকে হয়রানি করার জন্য একটি মিথ্যা মামলা দায়ের করেছে সে।
সাক্ষী মোজাম্মেল হোসেন জানান, আসামীদের পক্ষে এজাহারে সাক্ষীর নাম দেওয়ায় বিভিন্নভাবে হুমকি ও একটি মিথ্যা নারী নির্যাতনের মামলা প্রদান করেছে। এখন সাক্ষী হয়ে আমাকে মিথ্যা মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।
চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, আসামীদের নামে ঠাকুরগাঁও থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলার সাক্ষী হওয়ায় মোজাম্মেল হোসেনকে মিথ্যা মামলা ও নানাভাবে হুমকি প্রদান করছে আসামী পক্ষ।
এমজেড/এমএস