কন্টেইনারে আটকে রাখা যুবক উদ্ধার


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৭ মার্চ ২০১৫

মংলা বন্দরে আসা এন্টিগুয়া পতাকাবাহী (ELLEN-S) ইলিন এস নামের একটি জাহাজের কন্টেইনারের ভেতরে আটকা পড়া আবু তাহের(২৬) নামে এক যুবককে উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার রাত ১০টার দিকে কন্টেইনারের তালা ভেঙ্গে তাঁকে উদ্ধার করে মংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবু তাহের চট্টগ্রামের আনোয়ারা এলাকার মোঃ সাবেরের ছেলে।

শুক্রবার সকালে মংলা বন্দর হাসপাতালের চিকিৎসক প্রকাশ চন্দ্র মণ্ডল জানান, কন্টেইনারে আটকে থাকার কারণে আবু তাহের অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনারবাহী জাহাজ মংলা বন্দরে পৌছে। মংলা বন্দরে জাহাজটি পৌছার পর বন্দর শ্রমিকরা ওই জাহাজ থেকে কন্টেইনার নামানোর কাজ শুরু করলে একটি কন্টেইনারে বাইরে থেকে শব্দ শুনতে পায় তারা।

বিষয়টি আমাকে জানালে আমরা কন্টেইনারের তালা ভেঙ্গে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বন্দর হাসপাতালে ভর্তি করি। উদ্ধারের সময় সে দাবী করে সে ট্রাকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করে।

ঘটনার দিন (চার দিন আগে) চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর জেটিতে তার চালক ট্রাক নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এখানের আসার পর তার চালকের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার চালক ক্ষিপ্ত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে কন্টেইনারের ভেতরে ফেলে দিয়ে তালা আটকে দেয় বলে উদ্ধার হওয়া আবু তাহের দাবী করেন। বিষয়টি মংলা থানা পুলিশকে অবহিত করেছে মংলা বন্দর কতৃপক্ষ।

মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বলেন, মংলা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে আবু তাহেরকে আমরা দেখতে গিয়েছি। কিভাবে সে কন্টেইনারে আটকা পড়লো তা এখনি বলা যাচ্ছেনা। তবে সে পুরোপুরি সুস্থ হলে তাঁকে আমরা জিজ্ঞাসাবাদ করব।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।