চট্টগ্রামে ভাসমান দোকান উচ্ছেদ


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭

চট্টগ্রাম নগরীর জামালখানে অবৈধ ৩৫টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোববার ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার বলেন, কোতোয়ালী থানাধীন জামাল খান ওয়ার্ডস্থ সিড়ির গোড়া, চেরাগী পাহাড় মোড় হয়ে ডিসি হিল পর্যন্ত ফুটপাত, নালা ও রাস্তার ওপর অবৈধভাবে বসা ৩০-৩৫টি ভাসমান দোকান তুলে দেয়া হয়েছে। পাশাপাশি পরবর্তীতে ওই সব স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।