ফেন্সিডিল বোঝাই কারের ধাক্কায় র‌্যাব সদস্য আহত, আটক ১


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৭ মার্চ ২০১৫

বরিশাল নগরীর গোড়া চাঁদ দাস রোড এলাকায় ৮শ’ বোতল ফেন্সিডিল বোঝাই একটি প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে র‌্যাব।

প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব এক রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হন।  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত র‌্যাব সদস্য ল্যান্স কর্পোরাল পালভীকে চিকিৎসা দেয়া হয়েছে। র‌্যাব-৮ এর ১ নং কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোড়া চাঁদ দাস রোড এলাকায় চেক পোষ্ট বসায় র‌্যাব। ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের গাড়িকে ধাক্কা দেয়। এতে র‌্যাব সদস্য পালভী আহত হন। এসময় র‌্যাব এক রাউন্ড গুলি বর্ষণ করে প্রাইভেটকারটিকে থামতে বাধ্য করে। তখন প্রাইভেট কারের চালক বাবুলকে প্রাইভেট কারে থাকা ৮শ’ বোতল ফেন্সিডিলসহ আটক করে র‌্যাব।
 
ক্যাপ্টেন বাশার আরো জানায়,  বেনাপলের  রফিক নামে এক ব্যক্তি বরিশালের জনৈক মিল্টনের কাছে ফেন্সিডিলগুলো পৌছানোর জন্য পাঠায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি এবং  মিল্টনকে গ্রেফতারের চেষ্টা চলছে ।  

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।