সাংবাদিকের ওপর পুলিশি হামলায় সিলেটে প্রতিবাদ কর্মসূচি
ঢাকায় হরতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের সাংবাদিকরা। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের আয়োজনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১টায় অবস্থান কর্মসূচি চলাকালে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ছাড়াও সচেতন নাগরিকরা কর্মসূচির প্রতি সংহতি অংশ নেন।
গত বৃহস্পতিবার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন।
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে এই হরতাল চলছিল। কোনো কারণ ছাড়াই হরতালের সংবাদ সংগ্রহ করার সময় তুলে নিয়ে পুলিশ এই দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে পুলিশ। এ সময় তারা সাংবাদিকবিদ্বেষি কথাবার্তাও বলেন।
এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচিতে সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইমজার প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ সাংবাদিক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক দিগেন সিংহ।
ছামির মাহমুদ/এএম/পিআর