খেলার মাঠে দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বরিশাল নগরীতে শহিদুর রহমান হৃদয় গাজী (১৫)  নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে। এসময় তাকে বাঁচাতে গিয়ে বখাটেদের হামলায় গোলাম সাজিদ রাফি নামে আরেক সহপাঠী গুরুতর আহত হয়েছে।

নিহত হৃদয় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শাহিনগাজীর ছেলে। একটি কোচিং সেন্টারের আবাসিক ছাত্রাবাসে থেকে সে পড়াশোনা করতো।আহত গোলাম সাজিদ রাফির বাসা নগরীর খান সড়ক এলাকায়। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুলের শিক্ষার্থীরা জানায়, ক্লাস শুরুর আগে শহিদুর রহমান হৃদয় গাজী ও গোলাম সাজিদ রাফি স্কুল সংলগ্ন মাঠে খেলছিল। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছু দূর নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে। একপর্যায়ে হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে বাঁচাতে গিয়ে বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে গোলাম সাজিদ রাফিও গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শহিদুর রহমান হৃদয় গাজীকে মৃত ঘোষণা করেন। সাজিদকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষার্থীরা আরও জানায়, কয়েক দিন আগে তাদের স্কুলের এক ছাত্রীকে বখাটেরা উত্ত্যক্ত করছিল। এসময় উত্ত্যক্তের প্রতিবাদ করে শহিদুর রহমান হৃদয় গাজী। ধারণা করা হচ্ছে এর জেরে বখাটেরা আজ হামলা চালিয়েছে।

নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন জানান, তার ছাত্রের ওপর কেন, কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানতে পারেন নি।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আওলাদ হোসেন জানান, তারা বিভিন্নস্থানে হত্যাকারীদের ধরতে চেকপোস্ট বসিয়েছেন। নিহতের পরিবারের লোকজন আসার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।