নোয়াখালীতে ৩ স্কুলশিক্ষককে পেটাল বখাটেরা


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৪ মার্চ ২০১৫

নোয়াখালীতে বিদ্যালয়ে ঢুকে তিন শিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। মঙ্গলবার বিকালে জেলা শহরের মাইজদী বাজারস্থ অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষকদের চিৎকারে অন্য শিক্ষকরা এগিয়ে এসে তিন শিক্ষককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।  আহত শিক্ষকরা হলেন- গণিততের সহকারী শিক্ষক পিন্টু আচার্য্য, ক্রীড়া শিক্ষক আবুল কাশেম ও সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন।

বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস চলাকালে বিকাল তিনটার দিকে বিদ্যালয় সংলগ্ন বাজিগর বাড়ির একটি ছেলে মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় শিক্ষক পিন্টু আচার্য্য ছেলেটিকে নিষেধ করলেও না শোনায় অন্যান্য শিক্ষকরা ছেলেটিকে বিদ্যালয় মিলনায়তনে ডেকে শাঁসিয়ে দেয়। ছেলেটি চলে যাওয়ার পর তার ভাই সাগরের নেতৃত্বে ২০-৩০জন বখাটে সন্ত্রাসী লাঠিশোঠা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ডুকে হামলা চালায়। এ সময় মিলনায়তনে থাকা তিন শিক্ষককে বেদড়ক মারধর করলে শিক্ষক পিন্টু আচার্য্যর মাথায় প্রচুর রক্ত ক্ষরণ হয়। এছাড়া গুরুতর আহত হয় অপর ২ শিক্ষক আবুল কাশেম ও গিয়াস উদ্দিন। এক পর্যায়ে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে বেরিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।