ঝিনাইদহে ‘উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৩ মার্চ ২০১৫

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে উপজেলায় `উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

 ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, উপজেলা নির্বাহী কর্মকতা আব্দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতন, উপজেলা কৃষি কর্মকতা মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকতা কৌশিক খান, উপজেলা যুব উন্নয়ন বিল­াস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, প্রশিক্ষন নিয়ে ঘরে বসে থাকলে হবে না। বাস্তবে কাজে লাগিয়ে নিজের পায়ে দাড়াতে হবে। হতে হবে আত্মনির্ভশীল। যাতে এক জনকে দেখে আরেক জন আগ্রহী হয়।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।