ভুয়া মুক্তিযোদ্ধা ঠেকাতে ডিজিটাল সনদ


প্রকাশিত: ০৭:১০ এএম, ২১ জানুয়ারি ২০১৭

সারাদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বিভিন্ন সময়ে প্রায় এক লাখ ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। এখন তাদের বাদ দিয়ে ডিজিটাল সনদপত্র তৈরি করে দেয়া হবে। ফলে নতুন করে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনা থাকবে না।

শনিবার সকালে মাদারীপুরে মুক্তিযুদ্ধ সংসদ কার্যালয়ে দুঃস্থদের মাঝে এক কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে বিভিন্ন সময়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকে গেছে। এ কারণে ভুয়া মুক্তিযোদ্ধা বেড়ে প্রায় এক লাখ ছাড়িয়েছে। এখন সময় এসেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার। সেই যাচাই-বাছাই এখন থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করবো, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরই ডিজিটাল সনদপত্র দেয়ার। এতে করে নতুন করে আর ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হবে না।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থা ও আলোড়ন’৯২ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক কাজী আশিকুর হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার। এ সময় দেড় হাজার অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

একেএম নাসিরুল হক/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।