বান্দরবানে এমএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ ১


প্রকাশিত: ০২:৫৯ এএম, ২৩ মার্চ ২০১৫

বান্দরবানের আলীকদম উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন এমএনপির দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন একজন । রোববার দুপুরে আলিকদম উপজেলার দুর্গম দোছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদা আদায়কে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ম্রো ন্যাসনাল পার্টির (এমএনপি) দুই সদস্য মেনরুম ম্রো ও লুহব ম্রোর মধ্যে দোছড়ি বাজারে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে । এ সময় বন্দুকযুদ্ধে তবলাই মুরং (২৯) নামে একজন গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর একটি দল।

আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মিজানুর রহমান জানান, বাজারে চাঁদা আদায়কে কেন্দ্র করে এমএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে টহল দল পাঠানো হয়েছে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।