নরসিংদীতে ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২২ মার্চ ২০১৫

নরসিংদীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা। নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নদী বাংলা গ্রুপের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলা শুরু হয়। রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহি­দউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, ইউপি চেয়ারম্যান আবু সালেহ চৌধুরী, আলমগীর ভূইয়া, মোঃ নূরুজ্জামান,নূর মোহাম্মদ, মাঈনুল ইসলাম, মামুনুর রশিদ সাজন, দেলোয়ার হোসেন দীপুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

সোমবার মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।

মেলা উদ্বোধনকালে মনজুর এলাহী বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে ডিজিটাল মেলা সহায়ক ভূমিকা পালন করবে।

মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের মোট ২৪ টি স্টল স্থান পায়।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।