পানি দিবসে টিআইবির সমাবেশ-মানববন্ধন
বিশ্ব পানি দিবস উপলক্ষে ‘পানি ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে রোববার টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। শহরের ফায়ার সার্ভিস মোড়ে অনুষ্ঠিত অর্ধ ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে সনাকের সভাপতি (ভারপ্রাপ্ত) সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, সাবেক সভাপতি প্রফেসর মোঃ লাল মিয়া, এফপিএবি সভাপতি মনোয়ার হোসেন খান, আওয়ামী লীগ নেতা মানিক হাওলাদার, জেলা নাটাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার, ইয়েস দলনেতা মোঃ শাকিল হাওলাদার, যুব প্রতিনিধি ফাহিমা আফরিন, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ এনামুল হক, এসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ-প্রশাসন) কমলেন্দু গুহ প্রমুখ আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) এর সহায়তায় অনুষ্ঠিত মানববন্ধনে পানি খাতে শুদ্ধাচার নিশ্চিত করে টেকসই উন্নয়নের জন্য ১৩ দফা সুপারিশের প্রস্তাব করা হয়।
এমজেড/পিআর