সাংবাদিক মিজানের মুক্তির দাবিতে মানববন্ধন
পুলিশের গায়ে হাত দেয়ার অভিযোগে বাউফল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক সাংবাদিক। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার প্রথম আলো প্রতিনিধি এ বি এম মিজানুর রহমান। তার মুক্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিরা।
এছাড়াও তারা সাংবাদিক মিজানের ওপরে পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
রোববার বেলা ১২ টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক পুলক চ্যার্টাজী,সহ-সম্পাদক মিজান মাহমুদ, প্রথম আলো বরিশাল ব্যুরো চীফ সাইফুর রহমান মিরন প্রমুখ।
এছাড়াও সুশিল সমাজের মধ্য মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, উদীচীর সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল এমা, গণজাগরন মঞ্চ‘র সমন্বয়কারী সুভাষ চন্দ,বাউফল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আমিনুল ইসলাম, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়,কলাপাড়ার মেজবাহ উদ্দিন মাননু, দুমকির কামাল হোসেন,দশমিনার রিপন কর্মকার প্রমুখ।
এ সময় বক্তারা স্বাধীন সাংবাদিকতার শত্রু হিসাবে ওই দুই পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করে তাদেরকে বাউফল থেকে প্রত্যাহার করে নেয়ার দাবি জানান। পাশাপাশি মিজানের দ্রুত মুক্তির দাবি জানান। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে জানান বক্তরা।
এমজেড/পিআর