গাইবান্ধায় যুবকের আত্মহত্যা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গলায় মাফলার পেঁচিয়ে ফারুক মিয়া (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার ভোরে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের জয়নাল শেখের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. হাফিজার রহমান জানান, রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন ফারুক। রাতের যে কোনো সময় বাড়ির উঠানের একটি কামরাঙ্গা গাছের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারুক। পরে ভোরে তাকে গাছে ঝুলতে দেখে পরিবারের লোকজন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ফারুক মানসিক সমস্যায় ভূগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জাগো নিউজকে জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমজেড/পিআর