সুনামগঞ্জে সাংবাদিক কারাগারে


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

সুনামগঞ্জে চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে (৪২) কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (জগন্নাথপুর জোন) তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
 
জহিরুল ইসলাম জগন্নাথপুর গ্রামের ইসকন্দর আলীর ছেলে। তিনি দৈনিক আলোকিত সময় ও স্থানীয় দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করে আসছেন। পাশাপাশি তিনি জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে রয়েছেন।
   
জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জাগো নিউজকে জানান, স্থানীয় কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সুজাত মিয়া বাদী হয়ে সাংবাদিক জহিরুল ইসলামকে আসামি করে সম্প্রতি সুনামগঞ্জ আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ওই মামলায় আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করলে মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের ডাক বাংলো এলাকা থেকে জহিরুলকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

রাজু আহমেদ রমজান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।