সৈকতের চার রেস্তোরাঁকে জরিমানা
খাবারের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগে কক্সবাজার সৈকতের চার রেস্তোরাঁকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার। একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযুক্ত রেস্তোরাঁগুলো মধ্যে লাবণী বিচ এলাকার হান্ডি রেস্তোরাঁকে ১০ হাজার, সুগন্ধা পয়েন্টের কড়াই রেস্তোরাঁকে আট হাজার টাকা,
একইভাবে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে কলাতলী মোড়ের নিউ বৈশাখী রেস্তোরাঁকে এক হাজার এবং মেরিন ফুডস অ্যান্ড বিরানী হাউজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ড দেয়া এ চার রেস্তোরাঁর কাছ থেকে জরিমানাগুলো নগদ আদায় করা হয়। মঙ্গলবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জাগো নিউজকে জানান, অতিরিক্ত দাম ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগ ছিল এসব রেস্তোরাঁর বিরুদ্ধে। একজন ভোক্তার লিখিত অভিযোগের ভিক্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জেলা সেনিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি