বরগুনায় ট্রাকভর্তি সরকারি বই জব্দ


প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

পাচারের সময় বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ট্রাক ভর্তি সরকারি বই জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকে থাকা চালক মো. সাইদুল ও সহকারী মো. বেলালকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা নামক স্থান থেকে ট্রাকটি আটক করা হয়।

বরগুনা জেলা প্রাথমিক কর্মকর্তা (ডিপিও) আবদুল মজিদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রি করার বিধান থাকলেও তা একটি কমিটি করে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে।

তিনি আরো বলেন, বরগুনায় জব্দ করা বইগুলো বরগুনায় সরকারিভাবে বরাদ্দকৃত বই নয়। এ বই কোথা থেকে আনা হয়েছে তা তিনি জানেন না।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, বই জব্দের ঘটনায় আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। এ বই কোথা থেকে আনা হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।