লক্ষ্মীপুরে বিএনপি কর্মীর লাশ উদ্ধার


প্রকাশিত: ০৮:১৬ এএম, ২০ মার্চ ২০১৫

লক্ষ্মীপুরে গোলাম মাওলা নামের এক বিএনপি কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব শেরপুর-কাশিপুর এলাকার কাজী বাড়ির সুপারী বাগানে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

শুক্রবার সকালে সাড়ে ১০ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বলে এলাকাবাসীর ধারণা।

কি কারণে তাকে হত্যা করা হতে পারে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। নিহত গোলাম মাওলা জেলার সীমান্তবর্তী নোয়াখালীর চাটখিলের সুবহানপুর চৌকিদার বাড়ির আবদুল মান্নানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে বাড়ি থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর শেরপুর-কাশিপুরের কাজীবাড়ির সুপারী বাগানে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে।

গোলাম মাওলা হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে সুবহানপুর বাজারে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে স্থানীয় জনগণ।

সকালে সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। মাওলার মৃত্যুতে স্বজনদের আহাজারী চলছে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।