তাঁতের কাজ বন্ধ করে খেলায় মেতেছেন শ্রমিক ও মালিকরা


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৯ মার্চ ২০১৫

নিজের দেশের খেলা বলে কথা। মাটির টানে রুজির কথা ভুলে গিয়ে তাঁতে শাড়ী উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা স্থানিয় বাজারগুলোতে যে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই বসে নিজের দেশের খেলা দেখছেন।

আজকের দিনের জন্য তারা ভুলে গিয়েছেন, পেট চালাতে তাদের শাড়ী উৎপাদন করতে হবে। তবে এতে কিন্তু মোটেই অসুন্তুষ্ট নন মালিক পক্ষ। কারণ, তারাও একসাথে শ্রমিকদের নিয়ে টিভির সামনে বসে খেলা দেখছেন। আজ যেন বোঝার উপায় নেই কে মালিক আর কে শ্রমিক! টাঙ্গাইলে খেলাকে কেন্দ্র করে সর্বত্র উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আর একেইতো বলে দেশপ্রেম। গতকালও তাঁত শিল্পের গ্রামগুলোতে প্রবেশ করলে তাঁতের খঁটখটি শব্দে কান ঝালাপালা হতো।

আজ সরজমিনে দেলদুয়ার উপজেলার পাথরাইল ও সদর উপজেলার ধুলটিয়া গ্রাম ঘুরে দেখা গেছে সব তাঁত কারখানা বন্ধ। নেই কোন তাঁতের শব্দ। সবাই ব্যস্ত খেলা দেখতে। কয়েকজন শ্রমিক জানান, তারা আজ খেলা দেখবেন বলে আগে থেকেই বাড়তি কাজ করে রেখেছেন। বিদেশ না যেতে পারলেও নিজের দেশে অজপাড়াগাঁয়ে বসেই খেলোয়াড়দের উৎসাহ দিয়ে যাচ্ছেন তারা। মিজানুর রহমান ও মমিনুর রহমান নামের দুই জন তাঁত মালিক বলেন, খেলার কারণে টাঙ্গাইলে লাখ লাখ টাকার শাড়ী উৎপাদন বন্ধ রয়েছে।

তবে আমরা মোটেই এ নিয়ে চিন্তিত নই। আগে আমাদের দেশ তার পরে অন্য সব কিছু। আমরা চাই এ দেশের সোনার ছেলেরা ভারতকে হারিয়ে বিশ্বের বুকে আবারও বাংলাদেশের নামকে উর্ধ্বে তুলে ধরবে। আামাদের সবার একটাই প্রত্যাশা জিতবে এবার বাংলাদেশ।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।