দিনাজপুরে বাসে পেট্রোল বোমায় আহত ৮
দিনাজপুর-সৈয়দপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দরে রাত্রীকালীন ঢাকাগামী সানিয়া ডিলাক্স কোচে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে সামান্য দগ্ধ হয়েছেন চালক মোঃ জাহিদ হোসেন (৪৫)।
এ ছাড়া খাদে পড়ে আহত হয়েছেন অজ্ঞাত আরও ৭ যাত্রী। গতকাল বুধবার রাত ৯টার দিকে দিনাজপুর-সৈয়দপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দরের রাণীরবন্দর পাইকপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত চালক মোঃ জাহিদ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর পাইকপাড়া নামক অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়।
ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। চিরিরবন্দর থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়িটি উদ্ধারে এবং দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় চালকসহ ৭/৮ জন আহত হয়েছেন।
এমজেড/আরআইপি