কিছুটা সময় নিয়ে হলেও এমপি লিটনের হত্যাকারীদের সনাক্ত করা হবে


প্রকাশিত: ০৮:১১ এএম, ১০ জানুয়ারি ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, অতীতে আমাদের যে সাফল্য তাতে আমরা আশাবাদী কিছুটা সময় নিয়ে হলেও এমপি লিটনের হত্যাকারীদের পুলিশ সনাক্ত করতে পারবে। পুলিশের সকল সংস্থা নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে এ হত্যাকাণ্ডের তদন্ত করছে।

মঙ্গলবার দুপুর ১টায় রংপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন,  ইতিপূর্বে যত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা আমরা উদঘাটন করেছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখেই এমপি লিটন হত্যার তদন্ত কাজ চলছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এটা দেশে বিদেশে সকলইে স্বীকার করে।

পরে প্রধান অতিথি হিসেবে সভায় যোগ দেন আইজিপি এ কে এম শহীদুল হক।

সভায় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তারা সভায় অংশ নেন।

জিতু কবীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।