ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৮ মার্চ ২০১৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিন বিঘা করিডোর এলাকার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার এলাকায় চিত্ত বর্মণ (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বিজিবি টহল দল।

মঙ্গলবার রাত দশটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার থেকে পাটগ্রাম পৌরসভা বাজারগামী যাত্রীবাহি একটি লেগুনাতে তল্লাশি চালিয়ে চিত্ত বর্মণ নামের ওই ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে রাতেই পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজিবির হাতে আটক চিত্ত বর্মণ ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি মহকুমার সাপ্টিবাড়ী-২ এলাকার পুলক চন্দ্র বর্মণের ছেলে।
 
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানী কমান্ডার মকবুল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ভারতীয় নাগরিক চিত্ত বর্মণ লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় ধরা পড়েন। তিনি তার বোন নমিতা বর্মণের বাড়ীতে বিনা পাসপোর্টে যাচ্ছিলেন। যাওয়ার পথে দহগ্রাম গুচ্ছগ্রাম বাজার এলাকায় হাবিলদার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল তাকে আটক করেছে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।