এবোলা ভাইরাস সনাক্তে হিলিতে বিশেষ সতর্কতা


প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৪ আগস্ট ২০১৪

পশ্চিম আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া এবোলা ভাইরাস প্রতিরোধে হিলি স্থলবন্দর এলাকায় বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে ইবোলা ভাইরাস দেশে যেন প্রবেশ করতে না পারে এজন্য ৯ সদস্যের একটি মেডিকেল টিম সেখানে কাজ করতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজামুদ্দিন জানান, উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশেই এই সতর্ক অবস্থা জারি করা হয়েছে। তিনি আরও জানান, ‘ভারত থেকে বাংলাদেশে প্রবেশ অথবা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে প্রতিটি যাত্রীকে পরীক্ষা করার জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান আলী জানান, ‘এবোলা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের সনাক্ত করার জন্য হিলি চেকপোস্টে এই মেডিকেল টিম বসানো হয়েছে। তবে এই ভাইরাস সনাক্ত করার জন্য প্রয়োজনীয় মেডিসিন ও প্রশিক্ষিত জনবল নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।