দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ১১:০০ এএম, ০৭ জানুয়ারি ২০১৭
প্রতীকী

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে লিয়াকত আলী (৫২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুরের বড় বাড়ির ডা. ইউসুছ মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা ডা. সোলায়মান আজাদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শুক্রবার জোহানেসবার্গের স্থানীয় সময় অনুযায়ী বিকেলে ৫টার দিকে কৃষ্ণাঙ্গের  একটি দল তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান কসমেটিকসের দোকানে এসে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, লিয়াকত আলী তিন বছর আগে দেশে এসেছিলন। তার গ্রামের বাড়িতে স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। বুধবার  তার মরদেহ দেশের বাড়িতে এনে দাফন করার কথা রয়েছে।

এদিকে লিয়াকত আলীর মৃত্যুর খবরে পরিবারসহ গোটা এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।