গোপালগঞ্জে হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ


প্রকাশিত: ০৯:১০ এএম, ১৪ আগস্ট ২০১৪

গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার ব্যবসায়ী শিপন কাজী হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩। বৃহস্পতিবার বিচারক এবিএম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন। এছাড়া মামলায় বাকি ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- লেনিন শিকদার, মনির হোসেন (পলাতক), স্বপন মোল্লা (পলাতক), ওবায়দুল শেখ ও তপন কাজী। খালাসপ্রাপ্তরা হলেন- মোকাররম শিকদার, রেজাউল কাজি, শেখ রনি আহমেদ, অহেদুল মিনা, ফরিদ মিনা ও আহসান কাজি।

জানা যায়, নিহত শিপন কাজীর সঙ্গে আসামি লেনিন শিকদারের বোন মনিরার প্রেমের সম্পর্ক ছিল। এর পর শিপনকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন লেনিন শিকদার। কিন্তু ব্যবসার টাকা লেনদেন নিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন শিপন। এর জের ধরে ২০০৬ সালের ৩০ জুলাই গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন নওখন্ডা গ্রামের মামার বাড়ি থেকে ডেকে এনে শিপনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের মা মরিয়ম বিবি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানায় মামলা দায়ের করেন। পরে আদালত ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় ২৪ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।