মৌলভীবাজারে বাসে পেট্রলবোমা হামলা, দগ্ধ ২


প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৬ মার্চ ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় একটি বাসে ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন বাসের সুপারভাইজার ও হেলপার।

সোমবার রাত সোয়া ১২টার দিকে শহরের দক্ষিণবাজার এলাকায় ফাল্গুনি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাসের সুপারভাইজার আবুল হোসেন (৩২) ও হেলপার মামনু (২০)।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, শহরের দক্ষিণবাজার এলাকায় ফাল্গুনি হোটেলের সামনে সিলেট-জ-১১-০৮১৮ এ নম্বরের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত সোয়া ১২টার দিকে ওই বাসে পেট্রলবোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।