নরসিংদীতে বিদ্যুৎপিষ্টে দুই ভাইয়ের মৃত্যু
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যুৎপিষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটায় চরসুবুদ্ধি ইউনিয়নের দক্ষিণ মেহেরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নয়ন মিয়ার ছেলে সজিব (৭) ও সামসু খাঁনের ছেলে সিরাজ খাঁন (৮)। তারা দুই জনই মেহেরনগর আব্দুল কুদ্দুছ খাঁন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুতের খুটি থেকে নয়ন মিয়ার বাড়ীতে বিদ্যুৎ সংযোগ নেয়। সংযোগ লাইনের তারটি ছিদ্র ও লুজ থাকায় ঘরের টিনের চালা বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। বিকেলে সজিব ও তার চাচাত ভাই সিরাজ খেলা করতে গাছ বেয়ে ঘরের চালে উঠলে প্রথমে সজিব ও পরে সিরাজ বিদ্যুৎপিষ্ট হয়ে ছিটকে পড়ে।পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
রায়পুরা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মোমেন জানান, আমরা এখন পর্যন্ত এ ধরনের কোন সংবাদ পাইনি।
এসএইচএ/আরআই