বাসে ছাত্রীর শ্লীলতাহানি : কলেজ অধ্যক্ষকে গণধোলাই
সাভারে চলন্ত বাসে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে তার নিজ কলেজের অধ্যক্ষ। এ ঘটনায় ওই অধ্যক্ষকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা।
সোমবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ওই অধ্যক্ষকে গণধোলাই দেয় জনতা। পরে তাকে সোপর্দ করা হয় সাভার মডেল থানা পুলিশের হাতে। সাভার পৌরসভার থানা রোডে অবস্থিত মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের ওই অধ্যক্ষের নাম আফতাব উদ্দিন।
পুলিশ জানায়, সাভার পৌরসভার থানা রোডে অবস্থিত মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের একছাত্রী আশুলিয়ার বাইপাইল থেকে যাত্রীবাহি বাসযোগে কলেজে আসছিলেন। পথিমধ্যে কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন ওই বাসে উঠে শিক্ষার্থীর পাশের সিট নেয়।
পরে সুযোগ পেয়ে বাসের মধ্যেই ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালান তিনি। এতে ওই বাসের যাত্রীরা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ আফতাব উদ্দিনকে বাসেই প্রথম দফা গণধোলাই দেয়। পরে সাভার বাজার বাসস্ট্যান্ডে বাসটি থামলে সেখানে আরো একদফা মারধরের পর পুলিশে খবর দেয় জনতা। সংবাদ পেয়ে পুলিশ সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে এ ঘটনার পর ওই অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কলেজের পরিচালনা কমিটি। স্থানীয় সাংসদ ও পরিচালনা কমিটির সভাপতি ডা. এনামুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এমএএস/আরআই