চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় বোমা আতঙ্ক
নগরীর চকবাজার থানাধীন জিইসি মোড় এলাকায় চার তারকা হোটেল ‘পেনিনসুলা` ভেতরে বোমা আতঙ্ক ছড়িয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে তিন কোটি টাকা দাবি করা হয়েছে। তবে পুলিশ ও সিএমপির বোমা নিস্ক্রিয়করণ দল সেখানে বোমার কোনো অস্তিত্বই পায়নি।
সোমবার দুপুরে হোটেলের ল্যান্ড ফোনে কল করে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর চার তারকা মানের ওই হোটেলে অবস্থানরত দেশি-বিদেশি অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা রাস্তায় নেমে আসে। তবে পুলিশ বোমা রাখার বিষয়টি গুজব বলে নিশ্চিত করলে পরে তারা হোটেলে ফিরে।
চকবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ চৌধুরী বলেন, বোমা বিস্ফোরণের হুমকি দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান নগর গোয়েন্দা ও চকবাজার থানার পুলিশ। পুলিশের দু’টি পৃথক টিম পুরো হোটেলজুড়ে তল্লাশি চালায়। কিন্তু কোথাও বোমা পাওয়া যায়নি। তবে কে ফোন করে বোমা আতঙ্ক ছড়িয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ও তিনি জানান।
এসএইচএ/পিআর