এ.কে খন্দকারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০১৫

সাবেক পরিকল্পণামন্ত্রী এ.কে খন্দকারকে আগামী ৫ জুন স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার ঘটনায় দায়েরকৃত মানহানির মামলায় আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মুনিরা সুলতানা এই আদেশ দেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সাবেক পরিকল্পণামন্ত্রী এ.কে খন্দকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব ও মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।