লক্ষীপুরে ৫০ যানবাহনে অগ্নিনির্বাপণ স্থাপন


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৬ মার্চ ২০১৫

লক্ষীপুরে যাত্রীবাহী গাড়ি সহ ৫০টি যানবাহনে অগ্নিনির্বাপণ স্থাপন করা হয়েছে।  হরতাল ও অবরোধে গাড়িতে নাশকতা ও অগ্নিসংযোগ থেকে রক্ষায় লক্ষীপুর জেলার বিভিন্ন বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে এ অগ্নিনির্বাপক  যন্ত্র স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের পৌর বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে যানবাহন মালিকদের হাতে অগ্নিনির্বাপণ যন্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একে টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার  নাসিম মিয়া, উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সালাহ উদ্দিন প্রমুখ। এ সময় জেলা বাস মালিক, শ্রমিক, বিআরটিএসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক একে টিপু সুলতান বলেন, বিদেশে অগ্নিনির্বাপক যন্ত্র ছাড়া চালকরা রাস্তায় গাড়ি চালাতে পারেনা। কিন্তু বাংলাদেশে দুর্ঘটনা ও অগ্নিসংযোগ থেকে রক্ষা পেতে গাড়িগুলোতে কোনো ধরনের যন্ত্র স্থাপন করা হয় না। বর্তমানে হরতাল ও অবরোধের নামে কিছু নাশকতারী গাড়িতে পেট্টলবোমা ও অগ্নিসংযোগ করে। এতে গাড়িসহ জানমালের ক্ষয়ক্ষতি হয়। এ ধরনের নাশকতা থেকে গাড়ি ও মানুষের জীবন রক্ষা করতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের উদ্যোগে নেয়া হয়েছে।  পর্যায়ক্রমে জেলার সব বাস, ট্রাক, সিএনজিসহ অন্যান্য গাড়িতে এ যন্ত্র স্থাপনের উদ্যোগে নেয়া হবে বলে তিনি জানান।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।