টাঙ্গাইলে শিশুদের বই পড়া উৎসব ও পুরস্কার বিতরণী
টাঙ্গাইলের মির্জাপুরে শিশুদের বই পড়া উৎসব কর্মসুচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ১১৪ জন শিক্ষার্থীদের নিয়ে এ বই পড়া উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের পাশাপাশি শিশুরা বর্ণমালা সাজানো, ছবি সাজানো, ছবি দেখে শব্দ লেখা; শব্দ তৈরী, বর্ণের আকৃতি ব্যবহার করে শব্দ তৈরী, দেখে মনে রাখা, নির্বাচিত শব্দ দিয়ে বাক্য তৈরী এবং বাক্য পুণ বিন্যস্তকরণ প্রতিযোগিতায় অংশ নেয়। বই পড়া উৎসব ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমানের, কবি আসাদুজ্জামান বাবুল। ভিলেজ এডুকেয়ার রিসোর্স সেন্টার(ভার্ক) এর উদ্যোগে এ বইপড়া কর্মসুচি আয়োজন করা হয়।
এসএইচএ/আরআই