শিশু সাঈদ খুনিদের ফাঁসি দাবিতে মানববন্ধন
সিলেটে শিশু আবু সাঈদ এর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে ঝরণা তরুণ সংঘের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে কুমারপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহী ঈদগাহ এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকান্ডে জড়িত পুলিশ কনস্টেবল এবাদুর ও তার সহযোগীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানান।
উল্লেখ্য, নগরের রায়নগর এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে আবু সাঈদ (৯)। সে নগরীর শাহী ঈদগাহস্থ হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ত। গত বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে সে অপহৃত হয়। গত শনিবার রাত ১১টার দিকে নগরের কুমারপাড়ার ঝেরঝেরিপাড়ায় পুলিশ কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
এসএইচএ/আরআই