ঠাকুরগাঁওয়ে ৮০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
ঠাকুরগাঁওয়ে ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে উদ্ধারকৃত প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল, মদ ও ইঞ্জেকশন ধ্বংস করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ৩০ বিজিবি’র পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল আকরামুল হক, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার রহিম উদ্দিন শাহ চৌধুরী, ও বিজিবি’র গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ।
আলোচনা শেষে বুলডোজার চালিয়ে ও পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রায় ১০ হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৫ মার্চ মাস পর্যন্ত ৮০ লাখ টাকার মাদকদ্রব্যের মধ্যে ছিল ১১ হাজার ২৭০ বোতল ফেন্সিডিল, এক হাজার ৫১৬ বোতল বিদেশি মদ, ৮শ গ্রাম গাঁজা, এক হাজার ৩২৫ টি ইঞ্জেকশন।
এমএএস/পিআর