কুষ্টিয়ায় তিন দিনে ২০০ ডায়রিয়ার রোগী হাসপাতালে


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৬ মার্চ ২০১৫

কুষ্টিয়ায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। ফাগুন মাসে আগুন ঝড়া গরমে আবার কখনোবা শীতের কারণে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত তিন দিনে প্রায় ২০০ জন ডায়রিয়ার রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

সরে জমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, ওয়ার্ডে, মেঝে, করিডোরে সব জায়গায় ডায়রিয়ার রোগী। এদের মধ্যে শিশুসহ রয়েছে বৃদ্ধারাও।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে রোগীর সংখ্যা বাড়ছে। আর ডায়রিয়ার কারণে সঠিক চিকিৎসা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্তদের বেশির ভাগই কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকার।

বিভিন্ন বয়সের মানুষে এ রোগে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালে ভর্তি বিআরবিতে কর্মরত এক শ্রমিক বলেন, কয়েকদিন আগে হঠাৎ পাতলা পায়খানা ও বমি শুরু হয়। তারপর হাসপাতালে ভর্তি হয়েছি। তিনদিন পার হয়েছে। এখন একটু ভালোর দিকে বলে জানান তিনি।

হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া পরিবর্তনের কারণেই অধিকাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।