বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন


প্রকাশিত: ১১:২১ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণকালে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেলা ১১টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক তালুকদার মো. ইউনুছ।

তিনি বলেন, ছাত্রলীগ দেশের ক্রান্তিকালে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রুখতে প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্রলীগ তাদের অতীতের ধারাবাহিকতা বজায় রেখেছে।

colorful

ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাদ সমাবেশে সভাপত্বি করেন। এছাড়া মহানগর ও জেলা ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।

এরপর বাহারি ফেস্টুন, ব্যানার নিয়ে বাদ্যযন্ত্রের তালে নৃত্যগীতের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে পৌঁছে শোভাযাত্রা শেষ হয়।

এছাড়া বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রলীগের সব প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর বাইরে প্রতিষ্ঠাবার্ষিকীর পরদিন আগামীকাল (৫ জানুয়ারি) সকাল ১০টায় মহানগর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হবে।

সাইফ আমীন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।