বগুড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা


প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন মেলা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারাদেশে ৯ থেকে ১১ জানুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল মাঠে ‘উন্নয়ন মেলা’ উপলক্ষে বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

জেলা প্রশাসক জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মেলার মাধ্যমে তুলে ধরা হবে। জেলা স্কুল মাঠে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি সকল প্রতিষ্ঠানসহ আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে।

এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ৭০ থেকে ৮০টি স্টল এতে অংশ নেবে। তবে স্টল সংখ্যা আরও বাড়তে পারে। সারাদেশে একসঙ্গে এ মেলা অনুষ্ঠিত হবে।

লিমন বাসার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।