যশোরে ৬ সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন


প্রকাশিত: ১০:৪০ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

বেসরকারি কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবিতে যশোরের ৫টি সরকারি কলেজ ও শিক্ষাবোর্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, সরকারি সিটি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, যশোর সরকারি কলেজ, যশোর মহিলা কলেজ ও যশোর শিক্ষাবোর্ডে কর্মরত শিক্ষকরা স্ব-স্ব ক্যাম্পাসে মানববন্ধন করেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি যশোর জেলা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক সোলজার রহমান বলেন, বেসরকারি কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবিতে ৬টি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

যশোর সরকারি এমএম কলেজে মানববন্ধন এতে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ শফিউল ইসলাম সরদার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি যশোর জেলা শাখার সভাপতি সোলজার রহমান, এমএম কলেজ শাখার সাধারণ সম্পাদক এআইএম শরীফ হোসেন। মানববন্ধনে কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।