একই গাছে মিলবে কাঁচা-পাকা আম


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

একই গাছে মিলবে কাঁচা, পাকা ও গুটি আম। থাকবে ফুলের সমারোহও। এমনি বারি আম-১১ জাতের আম গাছ উদ্ভোবন করা হয়েছে চট্টগ্রামে। আর এই বারি আম-১১ জাতের আম গাছ দেখে মুগ্ধ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

পাহাড়তলীস্থ কৃষি গবেষণা কেন্দ্রে ‘চট্টগ্রাম মাঠ দিবস’ অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলের রাজা বারি আম-১১ জাতের আম গাছ বিতরণ করেন তিনি।

আ জ ম নাছির বলেন, ফলের রাজা বারি আম-১১ সারা বৎসর পুষ্টিতে ভূমিকা রাখবে এবং অমৌসুমে কৃষকদের লাভবান হতে সহায়তা করবে। এই রকম সারা বছর আমের জাত উদ্ভাবনের জন্য বিজ্ঞানীদের তিনি ধন্যবাদ জানান।

কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ফল বিভাগ) ড. মদন গোপাল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।