খাগড়াছড়িতে বুধবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আটক লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে বুধবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।

কমিটির সদস্য ও লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা দয়াধন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ জনগণের হয়রানি বন্ধ এবং পার্বত্য চট্টগ্রাম থেকে অপারেশন উত্তরণ প্রত্যাহার দাবি ও একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের অসাংবিধানিক ১১ দফা নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিবৃতিতে সড়ক অবরোধ সফল করার আহ্বান জানানো হয়।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে লক্ষ্মীছড়িতে সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাকে মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে সেনা-পুলিশ কর্তৃক হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে সাধারণ জনগণকে আহত করাসহ শান্তিপূর্ণভাবে সমাবেশে হামলার তীব্র নিন্দা জানান।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।