নিখোঁজের সাত মাস পর হত্যার খবর
নিখোঁজের সাত মাস পর যুথি আক্তার (৭) নামে এক শিশুর হত্যার খবর পাওয়া গেছে। ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিশুটির বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ পাড়া গ্রামে। সে ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। যুথি গত বছরের ২৯ আগস্ট নিখোঁজ হয়। পরে চলতি বছরে ৭ মার্চ ইলিয়াস খান বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যুথি আক্তার নিখোঁজের ২দিন পর তাদের প্রতিবেশী হোসেন খানের ছেলে জুলহাস খান (২৮) আত্মগোপন করে। প্রতিবেশী জুলহাস যুথিকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করেছে বলে ইলিয়াস খান অভিযোগ করেন।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ গোলাম মাহফিজুর রহমান জানান, জুলহাসকে জাল টাকার মামলায় গত ৫ মার্চ টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তাকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে জুলহাসের বিরুদ্ধে অপহরণ মামলা হওয়ার পর তাকে আবারও গত ১১ মার্চ ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জুলহাস যুথিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। হত্যার পর তার লাশ সাদা বস্তায় ভরে ঝিনুক নদীতে ফেলে দেয়।
পরে রোববার জুলহাসকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোনিয়া আহমেদের আদালতে হাজির করা হলে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এমএএস/আরআই