শরীয়তপুরে ইমামদের মাঝে আর্থিক সাহায্য ও ঋণ বিতরণ


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৫ মার্চ ২০১৫

শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের মাঝে আর্থিক সাহায্য ও ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা‘১৫ উদ্যাপন উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ‘ইমাম মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্ট’-এর ১৮ জন ইমামদের আর্থিক সাহায্য ও ১২ জনকে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাবুদ্দীন, জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার এহ্সান সাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানসহ  বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা-স্কুলের বিজয়ী ছাত্র-ছাত্রীগণ।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।