টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাস ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। রোববার বিকাল ৫ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের স্থলবন্দরের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাস ও টেকনাফ থেকে আসা মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এসএইচএ/পিআর