টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৫ মার্চ ২০১৫

কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাস ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। রোববার বিকাল ৫ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের স্থলবন্দরের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাস ও টেকনাফ থেকে আসা মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।