ঝালকাঠিতে কৃষক লীগ নেতার রহস্যজনক মৃত্যু
ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মিন্টু সরদারের (৫২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার সকালে রামচন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঝালকাঠি থানা পুলিশের অফিসার ইনচার্জ শীলমনি চাকমা জানান, মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কীভাবে মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গ্রামবাসী জানায়, এলাকায় চলা মাহফিল থেকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি ফিরেন। পরে ঘরে তার মৃতদেহ পাওয়া যায়। ঘরে অন্য কোনো লোক ছিল না।
এমএএস/পিআর